প্রশ্ন ডাউনলোড

আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি অনেক সময় ক্লাস টেস্ট নেওয়া বা বিভিন্ন প্রয়োজনে প্রশ্ন কম্পোজ করার দরকার হয়। অনেক সময় দেখা যায় প্রশ্ন কম্পোজ করার মত সময়ই পাওয়া যায় না। সেক্ষেত্রে যদি এমন কোন উৎস্য পাওয়া যায় যেখানে সহজেই যেকোন বিষয়ের প্রশ্ন ডাউনলোড করে নেওয়া যাবে, তাহলে কেমন হয়? এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমার ক্ষুদ্র এ আয়োজন। আমার সংগ্রহে যেসব প্রশ্ন আছে তা ক্রমেই এখানে আপলোড করব pdf এবং word উভয় ফরম্যাটে, যেন প্রয়োজনে সহজেই edit করে নিতে পারেন। আপনার কাছে যদি কোন প্রশ্নের সংগ্রহ থাকে সেটিও এখানে দিয়ে অবদান রাখতে পারেন। আপনার অবদান এখানে উল্লেখ করা হবে। প্রশ্ন পাঠাতে মেইল করুনঃ soumittro@gmail.com ধন্যবাদ। 

শ্রেণি ভিত্তিক:


বিষয়ভিত্তিক:
বাংলা
ইংরেজি



এছাড়াও আপনার যদি কোন প্রশ্নের চাহিদা থাকে তাহলে মন্তব্য করে আমাকে জানাতে পারেন। আমারর সংগ্রহে থাকলে অবশ্যই এখানে আপলোড করে দেব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন