নির্মাতা

সৌমিত্র বিশ্বাস

সৌমিত্র বিশ্বাস
পেশায় শিক্ষকতা (কম্পিউটার ডেমোনেস্ট্রেটর)। পড়তে খুব ভালোবাসি। খুব ছোটবেলা থেকে এই পড়ার অভ্যাসটা গড়ে দিয়েছিলেন আমার পিতা। তিনি প্রচন্ড বই পাগল এবং সংসার বিষয়ে উদাসীন একজন মানুষ ছিলেন।  সত্তর বছর বয়সে যখন তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে তখনও তিনি ইলেকট্রিক বাল্বের কাছাকাছি গিয়ে উচু করে ধরে বই পড়তেন। পড়ার ব্যপারে প্রচুর উৎসাহ দিতেন। সেই থেকে শুরু। হাতের কাছে যখন যে বই পেয়েছি প্রায় সবই পড়তে ভালো লাগত তবে শিশুতোষ বইয়ের প্রতি একটা বিশেষ ভালোলাগা আবিষ্কার করেছি একটা সময়ে এসে।

নিজের সম্পর্কে আর তেমন কিছু বলার নেই। কারো নিন্দা করা পছন্দ করি না। যে কোন নতুনত্বের প্রতি প্রচন্ড দূর্বলতা রয়েছে। খুব সহজেই বন্ধুত্বে বিশ্বাসী, সহজেই মানুষের সাথে মিশে যেতে পারি। তবে কখনও বেশ নির্লিপ্ত আবার কখনও বেশ সহানুভূতিশীল ও স্পর্শকাতর ব্যবহারের ফলে অনেকে আমাকে বুঝে উঠতে পারে না। সহজে রাগী না, তবে নিজের সমালচনা সহ্য করতে কষ্ট হয়। কাজকেই বেশি গুরুত্ব দেই, ফলে আবেগের অনেকদিক অনেক সময় অবহেলা করতে হয়। এই পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। 

সৌমিত্র বিশ্বাস
ডুমুরিয়া, খুলনা, বাংলাদেশ
মোবাইলঃ ০১৭১৭-০০৬৯১০










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন