ফেসবুক বর্তমান সময়ে এমন একটি সোসাল মিডিয়া নেটয়ার্ক এ পরিনত হয়েছে যে তার সম্পর্কে বাড়িয়ে বলার কিছু নেই। ইউটিউবে ভিডিও আপলোডের পরিমান তুলনামূলক হারে অনেকটাই কমে গেছে শুধু ফেসবুকের ভিডিও শেয়ারিং এর সুবিধা যোগ হওয়ার ফলে। এর কারণ কিছুদিন পূর্বেও আমাদের দেশের স্লো গতির ইন্টারনেটের কারণে ইউটিউব কিছুটা কম ব্যবহারিত হতো এবং ইউটিউবের লিঙ্ক আলাদাভাবে শেয়ার করার একটা ব্যপার থেকে যায় কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করলে সহজেই তা বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়ে।
যা হোক অনেকেই ফেসবুকের এইসব জনপ্রিয় ভিডিওগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে চান। কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলো করার সহজ উপায় অনেকেই জানেন না। আজকের টিউটোরিয়ালে আমি এমন একটি পথ দেখাব যা দিয়ে ফেসবুকের যেকোন ভিডিও সবচেয়ে সহজ উপায়ে ডাউনলোড করা যাবে। এটি করার জন্য প্রয়োজন একটি এড অনস। যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা "ডাউনলোড ফ্লাস এন্ড ভিডিও" নামে সার্চ দিলে সহজেই পেয়ে যাবেন। অথবা এই লিঙ্ক থেকে এড অনস টি আপনার ফায়ারফক্সে ডাউনলোড করে নিন।
এড অনসটি ডাউনলোড করার পর ফেসবুকের যেকোন একটি ভিডিও প্লে করুন। এবার আপনার ব্রাউজারের উপরের দিকে ডান পাশে একটী ডাউনলোড আইকন দেখতে পাবেন। এটির উপরে মাউস দিয়ে ক্লিক করুন আপনার ভিডিওটির ডাউনলোড অপশন দেখতে পাবেন। এবার ক্লিক করে ডাউনলোডের পর ভিডিও টি কোথায় থাকবে তা দেখিয়ে দিন। এবং ডাউনলোড শুরু হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন