জাপান সাগরের তীরে ছোট
একটি গ্রাম। গ্রামের নাম ফুকুজুকু। এই গ্রামে বাস করে নাকাচুকু নামে একটি ছেলে আর
তার মা। ছেলেটি খুব সৎ কিন্তু বড্ড অলস, কিছুই করতে চায় না। ছোটবেলাতেই বাবা মারা
যাওয়ার পর নাকাচুকু’র মা ছেলেকে অতি আদরে বুকে আগলে রেখেছেন। নিজে হাড়ভাঙ্গা
পরিশ্রম করে বড় করে তুলছেন নাকাচুকুকে। কিন্তু দুঃখের বিষয় নাকাচুকু কোন কাজই করতে
চায় না। মায়ের খুব দুঃখ হয় তার অবর্তমানে ছেলের কি হবে তাই ভেবে। এভাবে দিন যায়,
একদিন নাকাচুকুর মা খুব অসুস্থ্য হয়ে পড়লেন। নিজের মৃত্যুর কথা চিন্তা করে মা
নাকাচুকুকে কাছে ডাকলেন তারপর হাতে ছোট একটি শুকনো বিচি দিয়ে বললেন বাবা নাকাচুকু
আমি মনে হয় আর বেশিদিন বাঁচব না। আমার মৃত্যুর পর তুমি এই বিচিটি গ্রামের শেষ প্রান্তে যে পাহাড়
আছে তার শীর্ষে পুতে দেবে। এটি তোমার সৌভাগ্য বয়ে আনবে।
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
গ্রাফিক্স ডিজাইনঃ ইলাস্ট্রেটরে স্টবেরি তৈরি
বেশকিছুদিন ধরে ইন্টারনেট থেকে কিছুটা দূরে ছিলাম, কিছুটা বলছি এই জন্যে যে নিতান্ত প্রয়োজন ছাড়া নেটে প্রবেশ করিনী। বিশেষ করে গত ৭/৮ দিন আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। পৃথিবীতে আমরা সবাই ক্ষনস্থায়ী, মৃত্যুই আমাদের মূল লক্ষ্য। কিন্তু তারপরেও এই মৃত্যুকে আমরা কখনই সহজভাবে মেনে নিতে পারিনা। পৃথিবীর এই শাশ্বত নিয়ম মানতে গত শুক্রবার ১০/০৫/২০১৩ ইং তারিখ আমার বাবা আমাদের ছেড়ে স্বগের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আমার আজকের পোস্টটি তাকেই উৎসর্গ করে শুরু করছি। . . .
প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করে একটি পেজ নিন, ellipse tool ব্যবহার করে একটি বৃত্ত তৈরি করুন। এবং Direct Selection Tool ব্যবহার করে বৃত্তটিকে ডিমের মত আকৃতি প্রদান করুন এবং Gradient Tool ব্যবহার করে ডিম্বাকৃতির শেপটিকে স্টবেরির ন্যায় রঙ্গিন করে নিনি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)