মায়া
বাংলায় মায়া শব্দটি একাধিক অর্থ বহন করে। অনেকে নিম্নশ্রেণির প্রাণীদের স্ত্রী প্রজাতি বোঝাতে মায়া শব্দটির ব্যবহার করেন আবার স্নেহ বা মমতা বোঝাতেও মায়া শব্দটির ব্যবহার রয়েছে। আবার শ্রীমদ্ভগবদ্গীতায় ১৮ অধ্যায়ের ৬১ নং শ্লোকের বাংলা অর্থ: “মায়ার পুতুল যেমন মায়ায় চালিত হয়, ঈশ্বর তেমনি সকল প্রাণীর মধ্যে অবস্থান করিয়া নিজে নিজে কর্মবশে তাহাদিগকে চালাইতেছেন।” এখানে মায়া অর্থ যাদু বা রহস্যময়তা। হিন্দু ধর্মে প্রকৃতিকে মায়া বলে হয়েছে।